স্পোর্টস ডেস্ক: সামনে শুধু মুথাইয়া মুরলিধরন। এদিন বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বিরাট নজির গড়লেন রবিচন্দন অশ্বিন (Ravichandran Ashwin )। টেস্ট ইতিহাসে শেন ওয়ার্নকে (Shane Warne) ছুঁয়ে ফেললেন তিনি।
টেস্টে এতদিন সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার নিরিখে তৃতীয় স্থানে ছিলেন অশ্বিন। অশ্বিন ৩৬ বার ৫ উইকেট নিয়েছিলেন। ৩৭ বার ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন শেন ওয়ার্ন। এবার বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ায় ওয়ার্নের রেকর্ড স্পর্শ করলেন অ্যাশ। এবার সামনে শুধু মুরলিধরনের ৬৭ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
6⃣ wickets in the morning session on Day 4 🙌
Bangladesh 234 all out in the 2nd innings.
A dominating win for #TeamIndia! 💪
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/TR1RoEDyPB
— BCCI (@BCCI) September 22, 2024