Monday, November 3, 2025
spot_img
29.8 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | হরমনপ্রীতেরা বিশ্বকাপ জিততেই চোখে জল রোহিতের!

Follow us on :

স্পোর্টস ডেস্ক: খেলা দেখতে মাঠে এসেছিলেন তিনি। শেষ পর্যন্ত থেকে দেখলেন ইতিহাস গড়ার মুহূর্ত। ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবেগে ভেসে গেলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। হরমনপ্রীত কৌরদের জয়োৎসবে তখন তিনিও শামিল। চোখে জল দেখা গেল রোহিত শর্মার (Rohit Sharma)।

রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম ভরপুর ছিল দর্শকে। ভারতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে দেখা যায় রোহিতকে— সাদা টি-শার্ট, মাথায় টুপি, পাশে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। প্রতি বার ক্যামেরা যখন তাঁর দিকে ঘুরছিল, স্টেডিয়ামজুড়ে চিৎকারে ফেটে পড়ছিল দর্শকাসন। রোহিতের সঙ্গে ছিলেন স্ত্রী রীতিকা সজদেব।

খেলার শেষ মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার আউট হতেই ক্যামেরায় ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য— আকাশের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছেন রোহিত। তাঁর চোখে স্পষ্ট জল। বোঝা যাচ্ছিল, মুম্বইয়ের আকাশের নিচে তিনি যেন নিজের এক অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হতে দেখছেন।

দু’বছর আগে আহমেদাবাদে এক দিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। অধিনায়ক ছিলেন রোহিত শর্মা নিজেই। সেই ট্রফি হাতে তুলতে পারেননি তিনি। হরমনপ্রীত কৌরদের জয় হয়তো ফিরিয়ে এনেছিল সেই অসম্পূর্ণ অধ্যায়ের স্মৃতি।

এদিকে, ভারতের বিশ্বজয়ের পর বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের। লিখেছেন, “তোমরা ইতিহাস গড়েছ। তোমাদের লড়াই, আত্মবিশ্বাস ও নিষ্ঠা পুরো দেশকে অনুপ্রাণিত করবে। এগিয়ে চল হরমনপ্রীত ও দল।”

পুরুষদের দলের দুই স্তম্ভ— রোহিত ও বিরাট— যখন একই আবেগে মেতে ভারতীয় মহিলা দলের পাশে, তখন স্পষ্ট— এই জয় শুধু মেয়েদের নয়, গোটা দেশের।

Entertainment