ওয়েব ডেস্ক: এক নতুন ধরনের ইঞ্জেকশন আবিষ্কার করলেন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা। যার সাহায্যে কোনও বড়ি কিংবা অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘমেয়াদি ভিত্তিতে গর্ভধারণ প্রতিরোধ করা যাবে। এই ইঞ্জেকশনের মধ্যে রয়েছে মাইক্রোস্কপিক ক্রিস্টাল যা ত্বকের নীচে জমা হয়ে এক ধরনের হরমোনে ক্ষরণ করবে মহিলাদের ডিম্বাণু নিঃসরণ বন্ধ করবে।
বর্তমানে কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট বেশ কয়েক বছর কাজ করে তবে তা দক্ষ পেশাদার চিকিৎসা কর্মী দ্বারা অস্ত্রোপচারের মাধ্যমে মহিলার শরীরে বসাতে হত। কিন্তু এই ইঞ্জেকশন নিজে নিজেই নেওয়া যাবে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। নিউজ ওয়ান বাংলা সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ)