Thursday, March 13, 2025
spot_img
29.5 C
West Bengal

Latest Update

RG Kar Protest

RG Kar Protest | দাবি না মানলে, এবার সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটের হুঁশিয়ারি

Follow us on :

কলকাতা: ১০ দফা দাবি (RG Kar Protest) নিয়ে ‘আমরণ অনশনে’ বসেছেন জুনিয়র ডাক্তারেরা। আরজি কর-কাণ্ডের বিচার, স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তনের দাবিতে গত দু’মাসের বেশি সময় ধরে তাঁদের আন্দোলন চলছে। শুক্রবার সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছিলেন।

বৈঠক শেষে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, ‘‘সোমবার পর্যন্ত আমরা একটা সময়সীমা দিচ্ছি। এর মধ্যে মুখ্যমন্ত্রীকে আমাদের সব ক’টি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সব ক’টি দাবি মেনে নিতে হবে। যদি তা না হয় তবে আগামী মঙ্গলবার সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সমস্ত সংগঠন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব।’’ দেবাশিস এও জানান, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

Entertainment