Saturday, November 1, 2025
spot_img
25 C
West Bengal

Latest Update

একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ৭

Follow us on :

ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশীর দিনে পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা ৯ থেকে ১০ জন পর্যন্ত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, শনিবার একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। ঠিক কীভাবে এই হুড়োহুড়ির সূত্রপাত, তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, একই সময়ে অসংখ্য ভক্ত মন্দিরে প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং সকলে একসঙ্গে বেরোনোর চেষ্টা করেন। সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

কাসিবুগ্গার ডিএসপি লক্ষ্মণ রাও জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Entertainment