Tuesday, September 16, 2025
spot_img
24.8 C
West Bengal

Latest Update

Shah Rukh Khan

সর্বোচ্চ করদাতা শাহরুখ খান! বিরাট কোহলি কত নম্বরে?

Follow us on :

ওয়েব ডেস্ক: ২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের।

উল্লেখ্য, প্রায় চার বছরের বিরতি শেষে গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দু’টির ব্যবসা ১০০০ কোটি ছাড়িয়েছিল। আর তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ।

তাহলে ২ থেকে ৫ নম্বরে কোন তারকারা রয়েছেন?

জানা গিয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। তাঁর দেওয়ার করের অঙ্ক হল ৭১ কোটি টাকা। ৬৬ কোটি টাকা কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি।

Entertainment