Friday, August 1, 2025
spot_img
31 C
West Bengal

Latest Update

Shah Rukh Khan

Shah Rukh Khan | প্রথমবার জাতীয় পুরস্কার শাহরুখ খানের

Follow us on :

ওয়েব ডেস্ক: শাহরুখ খান (Shah Rukh Khan)-শুধু তারকা নন, যেন এক ‘সংস্কৃতি’!শুধু অভিনেতা নন, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ হিসেবে বহু বছর ধরেই দেখা হয় তাঁকে। বার্লিন, কান, লন্ডন, মেলবোর্ন— বিশ্বজুড়ে ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের মুখ দেখা যায়, ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্বে। অথচ দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর ঝুলিতে এতদিন ছিল না— এই ছিল বড় এক খামতি। অবশেষে পূরণ হল সেই আক্ষেপ।

অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান— তাঁর ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় সম্মান! ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। বছরটা এমনিতেই কিং খানের কামব্যাক ইয়ার। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির।

অন্যদিকে বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) সিনেমাটির জন্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Versus Norway) সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)।

Entertainment