Wednesday, January 7, 2026
spot_img
14.7 C
West Bengal

Latest Update

Shefali Shah

Shefali Shah | শৈশবে লাগাতার হেনস্থার শিকার! কী ঘটেছিল শেফালি শাহের সঙ্গে?

Follow us on :

ওয়েব ডেস্ক: ডিসিপি বর্তিকা চতুর্বেদী নামে এখন ঘরে ঘরে পরিচিত তিনি। অভিনেত্রী শেফালি শাহের (Shefali Shah) অভিনয়ে মুগ্ধ দর্শক। পর্দায় বরাবরই শক্তিশালী, নারীবাদী চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। দুষ্টের দমন করা দৃঢ় চরিত্রের আড়ালে লুকিয়ে রয়েছে শৈশবের একাধিক তিক্ত স্মৃতি—যার কথা সম্প্রতি নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শৈশব থেকেই নিজের চেহারা নিয়ে নানা কুকথা শুনতে হয়েছে শেফালিকে। স্কুলজীবনে লাগাতার হেনস্থার শিকার হন তিনি। শুধু কটূক্তিই নয়, তাঁকে ‘কুৎসিত’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল, যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। শেফালির কথায়, “স্কুলে সকলে আমাকে কুৎসিত বলত। একটি মেয়ে ছিল, যে নিয়মিত আমাকে মারত, দেখলেই টিটিকিরি দিত, রসিকতা করত।” বহু বছর পরে সেই সহপাঠীর সঙ্গে আবার দেখা হলেও মন্তব্যের সুর বদলায়নি বলেই জানান অভিনেত্রী।

যৌবনে পা দেওয়ার পরও নিরাপদ ছিলেন না শেফালি। স্কুল থেকে ফেরার পথে হেনস্থার অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে এতটাই প্রভাবিত করে যে, এক সময়ের স্বপ্ন—বিমানসেবিকা হওয়ার ইচ্ছা—ছেড়ে দিতে বাধ্য হন। যদিও তিনি যৌবনের সেই অভিজ্ঞতার বিস্তারিত ভাগ করেননি, শৈশবের ঘটনাগুলিই যে আজও তাঁকে প্রভাবিত করে, তা স্বীকার করেছেন অভিনেত্রী।

এই সব অভিজ্ঞতার রেশ আজও রয়ে গিয়েছে শেফালির জীবনে। তাঁর কথায়, অতীতের সেই ক্ষতই হয়তো কারণ—আজও তিনি প্রশংসা সহজে গ্রহণ করতে পারেন না। পর্দায় দৃঢ়, আত্মবিশ্বাসী চরিত্রের অভিনেত্রী বাস্তবে যে কতটা লড়াই করে নিজেকে গড়ে তুলেছেন, সে কথাই নতুন করে সামনে আনল তাঁর এই স্বীকারোক্তি।

Entertainment