Wednesday, January 7, 2026
spot_img
16.9 C
West Bengal

Latest Update

Shikhar Dhawan

Shikhar Dhawan | ফের বিয়ে করছেন শিখর ধাওয়ান!

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের দাম্পত্য সম্পর্ক সুখকর পরিণতি পায়নি। অতীতের সেই অধ্যায় পেরিয়ে নতুন করে জীবন শুরু করতে চলেছেন ‘গব্বর’। দীর্ঘদিন ধরেই আলোচনায় ধাওয়ানের প্রেমিকা সোফি সাইন। এবার জানা গেল, খুব শিগগিরই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি।

সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিয়ে সারবেন শিখর ও সোফি। দিল্লি এনসিআরেই বসছে বিয়ের আসর। ক্রিকেটমহল ও বলিউডের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমকালো বিয়ের প্রস্তুতি। ধাওয়ানের ঘনিষ্ঠ এবং বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে ভীষণ খুশি।” জানা গিয়েছে, বিয়ের সমস্ত পরিকল্পনা নিজের হাতেই সামলাচ্ছেন শিখর।

২০২৪ সালের শেষের দিকেই শিখরের জীবনে নতুন ইনিংসের ইঙ্গিত মিলেছিল। সোফির সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ মহলে একাধিকবার দেখা যায়। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গেই হাজির ছিলেন ধাওয়ান। পরে একসঙ্গে ছবি পোস্ট করে ‘মাই লাভ’ লিখে সম্পর্কের কথা প্রকাশ্যেও স্বীকার করেন তিনি।

এরই মধ্যে মাস কয়েক আগে গুরুগ্রামে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ধাওয়ান। ডিএলএফ-এর সুপার লাক্সারি প্রজেক্টের ওই ফ্ল্যাটের মূল্য প্রায় ৬৯ কোটি টাকা। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, সংসার পাতার পরিকল্পনাই করছেন প্রাক্তন এই ওপেনার। আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি সাইন পেশায় একজন প্রোডাক্ট কনসালট্যান্ট। বর্তমানে তিনি দুবাইয়ে থাকেন। কয়েক বছর আগে দুবাইয়েই শিখর ও সোফির আলাপ হয় বলে জানা যায়।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী বঙ্গকন্যা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। পাশাপাশি, বিয়ের পর আয়েশার আগের সম্পর্কের দুই কন্যাকেও দত্তক নেন শিখর। তবে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৪ সালে শিখর ও আয়েশার বিচ্ছেদ হয়। এবার সবকিছু পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই পরিচিত মুখ।

Entertainment