স্পোর্টস ডেস্ক: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের ম্যাচে চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনও সরকারি বিবৃতি দেয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন শ্রেয়স এবং তাঁর চোট গুরুতর।
তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়সের পাঁজরে আঘাত লাগে। মাঠেই কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনি নিজে হাঁটতে হাঁটতেই সাজঘরে ফিরে যান। কিন্তু পরে তাঁর শরীরে জটিলতা দেখা দেয়, ফলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
পিটিআই-কে এক হাসপাতাল সূত্র জানিয়েছে, “গত কয়েক দিন ধরে শ্রেয়স আইসিইউ-তেই রয়েছেন। পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। সেই কারণেই চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি।” সূত্রটি আরও জানায়, “অন্তত দুই থেকে সাত দিন পর্যন্ত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয়, সেই বিষয়েই চিকিৎসক দল সবচেয়ে বেশি সতর্ক।”
দলের চিকিৎসক ও ফিজিওর দ্রুত সিদ্ধান্তের ফলেই পরিস্থিতি আরও জটিল হয়নি বলে জানা গিয়েছে। এক বোর্ড সূত্রের বক্তব্য, “দেরি হলে ঝুঁকি বেড়ে যেত। খুব বাজে জায়গায় আঘাত লেগেছে শ্রেয়সের। রক্তক্ষরণের ফলে তাঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে। এখনই বলা সম্ভব নয় কবে তিনি মাঠে ফিরতে পারবেন।”




