স্পোর্টস ডেস্ক: পার্থ টেস্টের আগে চোট পেয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। ফিল্ডিং করতে গিয়ে তাঁর আঙুলে লাগে। যে কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। তবে গিলকে শুক্রবার অনুশীলনে দেখা গিয়েছে। ছিলেন রোহিত শর্মাও। তিনিও দলে যোগ দিয়েছেন। অ্যাডিলেড টেস্ট খেলা হবে গোলাপি বলে। সেই কারণে ক্যানবেরার প্রস্তুতি ম্যাচটিও হবে গোলাপি বলে। কিন্তু অ্যাডিলেডে গিল খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, চার বছর আগে অ্যাডিলেডে ভারতকে গোলাপি বলেই ৩৬ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাই এই ম্যাচের আগে বাড়তি প্রস্তুতিতে নজর দিয়েছে ভারত।