Wednesday, July 16, 2025
spot_img
32.6 C
West Bengal

Latest Update

Pushpa 2

Pushpa 2 | ‘পুষ্পা ২’, সেন্সর কাঁচি চালাল কোন কোন জায়গায়?

Follow us on :

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারই সেন্সর বোর্ড ছবিকে ইউ/এ শংসাপত্র দিয়েছে। ছবির সময়সীমা ৩ ঘণ্টা ২২ মিনিট। যার ফলে এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ছবিগুলির একটি হতে চলেছে। পুষ্পা ২ (Pushpa 2) ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা। এর আগে ফের বদল। ছবির বেশ কিছু জায়গায় আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।

মুক্তির দোরগোড়ায় এসে কী কী বদল করতে বলা হল নির্মাতাদের?

জানা গিয়েছে, অন্যতম তিনটি জায়গায় ‘ছাপার অযোগ্য’ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে তা পরিবর্তন করতে বলা হয়েছে। এ ছাড়াও দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে কেবল ‘ঈশ্বর’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অল্লুর একটি দৃশ্য বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়াও একটি অ্যাকশন দৃশ্যে, অল্লু যেখানে শত্রুপক্ষের পা উপড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, সেটিতেও বদল আনতে বলা হয়েছে।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। গত দু’বছরে বার বার পিছিয়েছে এই ছবির মুক্তি। ছবি নির্মাণের সময় যত খরচ হয়েছে, মুক্তির আগেই তার চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে ‘পুষ্পা ২’, এমনটাই গুঞ্জন সিনেপাড়ায়। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। বক্স অফিস সূত্রে খবর, এই ছবির নির্মাণে খরচ হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা।

Entertainment