ওয়েব ডেস্ক: ২০২৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) একটি গান। সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।
উল্লেখ্য, জানা গিয়েছে, বিচারক দলের সদস্যরা ১৫ টি গান ও ২০টি সুরের জন্য ভোট দিতে পারেন। প্রথম পর্বের ঝাড়াই বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর।