Wednesday, December 10, 2025
spot_img
19.1 C
West Bengal

Latest Update

Smriti Mandhana

Smriti Mandhana | বিয়ে ভাঙার ২৪ ঘণ্টার মধ্যে নেটে স্মৃতি মন্ধানা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করার ঠিক এক দিন পরই আবার ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা সামনে আসার পর ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলাতে ২২ গজকেই বেছে নিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের এই তারকা ওপেনার।

গত ৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ছয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানান মন্ধানা। তিনি স্পষ্ট জানান, দেশের হয়ে খেলা এবং আরও ট্রফি জেতাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। সেই কথাই যেন আরও দৃঢ়ভাবে প্রমাণ করলেন মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে ফিরে।

আগামী ২১ ডিসেম্বর শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুখোমুখি হবেন চামারি আটাপাত্তুর দল। সেই সিরিজের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি। সোমবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। চার দিকেই শট ছড়িয়ে নিজের ফর্মের ঝলক দেখান তিনি। দেখে মনে হয়েছে, ব্যক্তিগত সংকট কোনওভাবেই প্রভাব ফেলেনি তাঁর খেলায়—এখনও বজায় আছে এক দিনের বিশ্বকাপের সময়কার দুর্দান্ত ফর্ম।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মন্ধানার। তার আগে হলদি ও সঙ্গীত অনুষ্ঠানও ধুমধাম করে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ধানার বাবা, তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিতের কথা জানায় মন্ধানা পরিবার।

এর কিছুদিন পর সামনে আসে পলাশের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ। শুরু হয় নানা জল্পনা। দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও শোনা যায়। এই পরিস্থিতিতে ৭ ডিসেম্বর বিয়ে হওয়ার সম্ভাবনার খবর ছড়ালেও, তা অস্বীকার করেন মন্ধানার ভাই। শেষ পর্যন্ত ৭ ডিসেম্বর সকালেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত ঘোষণা করেন বিশ্বের এক নম্বর মহিলা ওয়ান ডে ব্যাটার। পরে পলাশও একই কথা জানান।

Entertainment