স্পোর্টস ডেস্ক: নভেম্বর মাসটি যেন স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) জীবনে বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। ২ নভেম্বর প্রথমবারের মতো ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে এনেছে, আর সেই ঐতিহাসিক জয়ের নায়িকাদের অন্যতম ছিলেন স্মৃতি নিজে। ক্রিকেটপ্রেমী দেশ যখন জয় উদ্যাপনে মেতে উঠেছে, তখনই শোনা যাচ্ছে— আগামী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
সূত্রের খবর, বিয়ে হচ্ছে জনপ্রিয় সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে। বিশ্বকাপ ফাইনালের দিন ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পলাশ। ভারত জয়ের মুহূর্তে তিনি ছুটে আসেন স্মৃতির কাছে, আবেগে ভেসে আলিঙ্গনে জড়িয়ে ধরেন হবু স্ত্রীকে। স্মৃতির কাঁধে জড়িয়ে দেন ভারতীয় পতাকা, দু’জনের চোখে চোখে ফুটে ওঠে অজস্র কথা।
পলাশের বোন, গায়িকা পলক মুচ্ছল-ও উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। স্মৃতিদের ঐতিহাসিক জয় দেখে গর্বে ও আনন্দে তাঁর চোখ ভিজে ওঠে। খেলার পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এই জয় ভারতীয় টিমের প্রতিটা মেয়ের জয়। ওরা প্রমাণ করেছে, নিজের উপর ভরসা রাখলে ভাগ্য নিজেই লেখা যায়। তোমরা শুধু কাপ নয়, কোটি কোটি মানুষের হৃদয় জিতেছ। স্মৃতির অধ্যাবসায়, কঠিন সময়ের লড়াই আমি কাছ থেকে দেখেছি। তাই ওর এই জয়টা আমার কাছেও ব্যক্তিগত।”
পলকের সংযোজন, “তোমার শক্তি, ধৈর্য আর সহনশীলতা দেখে নিজের চোখের জল আটকাতে পারিনি। এমন এক মুহূর্ত গোটা দেশকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, হবু বৌদি।”
বিশ্বকাপের মঞ্চে দেশের গর্ব হয়ে উঠেছেন স্মৃতি মন্ধানা, আর ব্যক্তিজীবনে শুরু হতে চলেছে জীবনের নতুন ইনিংস— ক্রিকেট মাঠের জয়ের মতোই ঝলমলে ও ভালোবাসায় ভরা।




