Friday, December 19, 2025
spot_img
18 C
West Bengal

Latest Update

Sourav Ganguly

Sourav Ganguly | ‘আমার সুনাম নষ্ট হচ্ছে’, যুবভারতী কাণ্ডে লালবাজারে অভিযোগ সৌরভের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল দলের এক ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে সৌরভের বিরুদ্ধে একাধিক আপত্তিকর, মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন। এর ফলে তাঁর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এবং মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগপত্রে জানিয়েছেন সৌরভ।

বৃহস্পতিবার ইমেল মারফত কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে অভিযোগ পাঠিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা পুলিশের সাইবার সেলেও বিষয়টি জানানো হয়েছে। অভিযোগপত্রে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি।

সৌরভের অভিযোগ, ওই ব্যক্তি জেনেশুনেই তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তোলা হয়েছে, যার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি প্রাক্তন ক্রিকেট অধিনায়কের।

লালবাজারে পাঠানো চিঠিতে সৌরভ আরও উল্লেখ করেছেন, ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসক হিসেবে দীর্ঘ এক দশকেরও বেশি পেশাগত জীবনে তিনি দেশ ও বিদেশে সুনাম অর্জন করেছেন। এই ধরনের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগ তুলে সেই সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। প্রায় ২০ মিনিট মাঠে ছিলেন তিনি। অভিযোগ, মেসি মাঠে থাকার সময় তাঁকে ঘিরে একটি জটলা তৈরি হওয়ায় গ্যালারি থেকে দর্শকেরা ঠিকভাবে তাঁকে দেখতে পাননি। মেসি স্টেডিয়াম ছাড়ার পর সেই ক্ষোভই রূপ নেয় ভাঙচুর ও তাণ্ডবে। ওই ঘটনায় মেসির সফরসূচির অন্যতম আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয় জনতা।

এই পরিস্থিতির মধ্যেই শতদ্রু দত্তের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে উত্তম সাহা কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। সেই মন্তব্যের বিরুদ্ধেই আপত্তি জানিয়ে বৃহস্পতিবার লালবাজারে চিঠি পাঠান সৌরভ। তাঁকে নিয়ে ঠিক কী ধরনের মন্তব্য করা হয়েছে, তা অভিযোগপত্রে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

Entertainment