স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে তাঁদের ইনিংসের প্রশংসা করেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলাদেশের পেস আক্রমণেরও প্রশংসা করেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় সৌরভ লেখেন, “অশ্বিন ও জাডেজা দুর্দান্ত ইনিংস খেলল। শুধু বড় রান করার জন্য নয়, ওদের খেলার ধরন খুবই উচ্চমানের।” পাশাপাশি বাংলাদেশের পেসারদের প্রশংসাও করেছেন দাদা। তিনি লেখেন, “বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভাল। পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।”
উল্লেখ্য, প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান। ক্রিজে রয়েছেন রবিচন্দন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
Innings of highest order from Ravi Ashwin @ashwinravi99 and then by jadeja @imjadeja .. not just the runs but the quality of batsmanship was of high class ..against a very good bangladesh seam attack .. no wonder they beat pakistan in pakistan
— Sourav Ganguly (@SGanguly99) September 19, 2024