Friday, December 19, 2025
spot_img
18 C
West Bengal

Latest Update

SSC

SSC | আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা, সময়সীমা বৃদ্ধি সুপ্রিম কোর্টের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের বদলে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিল শীর্ষ আদালত। এই নির্দেশের ফলে, আগামী অগাস্ট মাসের শেষ পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে কাজ চালিয়ে যেতে পারবেন এবং বেতনও পাবেন।

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময়সীমা পর্যন্তই ‘যোগ্য’ শিক্ষকেরা শিক্ষকতা করতে পারবেন এবং বেতন পাবেন বলে জানানো হয়েছিল। তবে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই এবার সময়সীমা বৃদ্ধি করল শীর্ষ আদালত।

এ বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”

কল্যাণ আরও জানান, ওই আবেদনের ভিত্তিতে অগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। যাঁরা দাগি নন, এমন শিক্ষকেরা আগামী অগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছেন।’

এ দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে ‘যোগ্য’ শিক্ষকদের অন্যতম প্রতিনিধি মেহবুব মণ্ডল বলেন, “যে সময়সীমা বৃদ্ধি হয়েছে, তা আমরা সদর্থক ভাবে দেখছি। এই সময়সীমা না বাড়লে যাঁরা গত পাঁচ বছর ধরে চাকরি করছিলেন, তাঁরা বেতনহীন হয়ে পড়তেন। আশা করব অগস্ট মাসের মধ্যে এসএসসি তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।”

Entertainment