কলকাতা: আরজি কর (RG Kar) নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, “আমার মনে হয় না একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য কোনও কিছুই নিরাপদ নয়, এটা মনে করা ঠিক নয়। পৃথিবীতে সব জায়গাতেই এমন দুর্ঘটনা ঘটে। একটা ঘটনা দেখে সবটা বিচার করা উচিত নয়। তবে কড়া পদক্ষেপ করা উচিত।” এরপরই গর্জে উঠলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমি কোনও দিন দাদাগিরি তে যাইনি। যাওয়া হয়নি। আর কোনও দিন যাব না। দুর্ঘটনাবশত যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়। আর অবশ্যই এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদে নেই। কোনও রাজ্যেই নয়। এই দুই কাজ — ধর্ষণ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে বা করে। জেনে বুঝেই করেছে বা করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।” নাম না করে পোস্টের শেষে স্বস্তিকার কটাক্ষ, “আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসার ঘটনাকে এত তুচ্ছ হিসেবে না দেখালেই পারতেন।”