Saturday, December 20, 2025
spot_img
25.3 C
West Bengal

Latest Update

T20 World Cup

T20 World Cup | টি২০ বিশ্বকাপের দলে চমক, বাদ গিল আর স্কোয়াডে ফিরলেন ইশান

Follow us on :

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে এই দল চূড়ান্ত করা হয়। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের নেতৃত্বে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব।

বিশ্বকাপের দল ঘোষণায় একাধিক চমক রেখেছেন নির্বাচকেরা। সবচেয়ে বড় বিস্ময়, দলে জায়গা হয়নি শুভমন গিলের। তাঁর বাদ পড়া যেমন আলোচনার বিষয়, তেমনই বড় চমক হিসেবে দলে ফিরেছেন ঈশান কিশন। পাশাপাশি সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ, যাঁর অন্তর্ভুক্তিও বিশেষ নজর কেড়েছে।

১৫ জনের এই দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। চেনা ছন্দে না থাকায় শুভমন গিলকে এই বিশ্বকাপ দলে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে। সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর পাটেলকে।

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে চার জন নিয়মিত স্পিনার রাখা হয়েছে। এর পাশাপাশি একাধিক স্পিন অলরাউন্ডারও রয়েছেন। ব্যাটিং লাইনআপ এবং পেস বোলিং বিভাগে বড় কোনও পরীক্ষা-নিরীক্ষায় যাননি নির্বাচকেরা। ফলে এই বিশ্বকাপে দেখা যাবে না মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে। বাদ পড়েছেন ঋষভ পন্থও।

উল্লেখযোগ্য বিষয়, এই বিশ্বকাপের জন্য নির্বাচিত দলই জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিংহ, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ঈশান কিশন এবং হর্ষিত রানা।

Entertainment