Saturday, December 20, 2025
spot_img
16.1 C
West Bengal

Latest Update

T20 World Cup

মাত্র ১০ রানে অলআউট, লজ্জার রেকর্ড কোন দেশ করল?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ ছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে মঙ্গোলিয়া। আর তারপরই লজ্জার রেকর্ড। মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল মঙ্গোলিয়া। আর সেই রান মাত্র পাঁচ বলে তুলে নিল প্রতিপক্ষ দেশ সিঙ্গাপুর।

তবে ১০ রানে অলআউট হওয়ার ঘটনা বিরল নয়, এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান তুলে দিয়েছিল দু’বলেই। অর্থাৎ জিতেছিল ১১৮ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় সেটিই। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জয় থাকবে দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে।

Entertainment