স্পোর্টস ডেস্ক: আইসিসির টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (T20I) এক ইনিংসে সর্বোচ্চ রান তুলল ভারত। শনিবার ২০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে ৫টি বিশ্বরেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। সেগুলি কী কী দেখে নেওয়া যাক-
১) টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক রান ভারতের। ২৯৭ রান।
২) একটি ইনিংসে সর্বোচ্চ ৬ মারার রেকর্ডও গড়ল ভারত। ২২টি ছয়।
৩) যুগ্মভাবে পাওয়ার প্লে তে সর্বোচ্চ রান ভারতের। ৬ ওভারে ৮২ রান।
৪) প্রথম টিম হিসেবে দ্রুততম ১০০ রান ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১০০ রান করে ৭.২ ওভারে।
৫) প্রথম টিম হিসেবে দ্রুততম ২০০ রান ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ২০০ রান করে ১৩.৬ ওভারে।
অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে এদিন বিধ্বংসী ব্যাটিং করেন সঞ্জু স্যামসন। ৪০ বলে সেঞ্চুরি করেন সঞ্জু। সেই সঙ্গে টি২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিও। যোগ্য সঙ্গত দেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ৭৫ রানের ঝোড়ে ইনিংস খেলে দ্বিতীয় উইকেটে সঞ্জুর সঙ্গে ১৭৩ রানে পার্টনারশিপ গড়েন সূর্য। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান রিয়ান পরাগ (৩৪) এবং হার্দিক পান্ডিয়া (৪৭)। শেষ বলে রিঙ্কু সিং ৬ মেরে ভারতকে পৌঁছে দেন ২৯৭ রানের স্কোরে।
A six from the birthday boy to finish the innings off in style! 🥳#TeamIndia finish with 297/6 on board 🔥
Live – https://t.co/ldfcwtHGSC#TeamIndia | #INDvBAN | @rinkusingh235 | @IDFCFIRSTBank pic.twitter.com/HkaIzoR0Kh
— BCCI (@BCCI) October 12, 2024