Wednesday, January 7, 2026
spot_img
14.7 C
West Bengal

Latest Update

Tamannaah Bhatia

Tamannaah Bhatia | কনসার্টে ৬ মিনিট নাচ, কত টাকা নেন তামান্না?

Follow us on :

ওয়েব ডেস্ক: দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমানে বলিউডের পরিচালক-প্রযোজকদেরও ‘নয়নমণি’ হয়ে উঠেছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। ব্যক্তিগত জীবনে বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর নানা টানাপোড়েন থাকলেও, ফিল্মি কেরিয়ারে যে অভিনেত্রীর গ্রাফ ঊর্ধ্বমুখী, তা বলাই বাহুল্য। ‘স্ত্রী ২’ ছবির আইটেম নম্বর ‘আজ কি রাত’-এর সাফল্যে আট থেকে আশি—সব বয়সের দর্শকই বুঁদ হয়েছিলেন। পঁচিশ সাল কাঁপানোর পর ছাব্বিশ সালেও তামান্নার ঝুলিতে রয়েছে একাধিক প্রজেক্ট, যেখানে তাঁকে দেখা যাবে মুখ্য ভূমিকায়, আইটেম নম্বরে নয়।

এই সাফল্যের আবহেই কি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন তামান্না? এমনই প্রশ্ন উঠছে বি-টাউনে। খবর অনুযায়ী, সম্প্রতি গোয়ার বাগা বিচে বর্ষবরণের রাতে একটি কনসার্টে অংশ নেন অভিনেত্রী। সেখানে তাঁর পারফরম্যান্সের সময় ছিল মাত্র ছয় মিনিট। তবে দক্ষিণী সুন্দরীর শরীরী হিল্লোল চাক্ষুষ করতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বলিউড মাধ্যম সূত্রের দাবি, ওই ছয় মিনিটের নাচের জন্য নাকি তামান্না নিয়েছেন ৬ কোটি টাকা। অর্থাৎ, মিনিট পিছু পারফরম্যান্সের পারিশ্রমিক দাঁড়াচ্ছে এক কোটি টাকা! এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। প্রশ্ন উঠছে, যেখানে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমার জন্য অনেক প্রথম সারির নায়িকার পারিশ্রমিকই ৫–৬ কোটির মধ্যে সীমাবদ্ধ, সেখানে মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সে এত বিপুল অঙ্ক কি আদৌ যুক্তিসঙ্গত?

প্রসঙ্গত উল্লেখ্য, ‘স্ত্রী ২’-তে ‘আজ কি রাত’ আইটেম নম্বরের বিপুল সাফল্যের পরই তামান্না ভাটিয়া তাঁর পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মান্য হলেও, কনসার্টের ক্ষেত্রেও কি একই হারে পারিশ্রমিক প্রযোজ্য—তা নিয়েই দ্বিধায় ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে, ‘মেগাবাজেট’ তামান্নাকে ঘিরে চিন্তায় পড়েছেন কনসার্টের আয়োজকরাও।

Entertainment