স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে হারিয়ে নতুন রেকর্ড তৈরি করল টিম ইন্ডিয়া (Team India)। এতদিন টেস্টে জয় এবং পরাজয়ের সংখ্যা ছিল সমান। রবিবার বাংলাদেশকে হারিয়ে পরাজয়ের থেকে এই প্রথম জয়ের সংখ্যা বেশি হল ভারতের।
ভারত টেস্ট খেলছে ১৯৩২ সাল থেকে। আর টেস্টে ম্যাচ খেলেছে ৫৮০টি। এরমধ্যে টেস্টে ভারত জিতেছে ১৭৯টি ম্যাচ। হেরেছে ১৭৮টি ম্যাচ। অমীমংসিত ভাবে শেষ হয়েছে ২২২টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট টাই হয়।
এবার দেখে নেওয়া যাক কোন দেশের বিরুদ্ধে ভারত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছে-
*ইংল্যান্ডকে ৩৫টি ম্যাচে হারিয়েছে ভারত
*অস্ট্রেলিয়াকে ৩২টি টেস্টে হারিয়েছে ভারত
*ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩টি টেস্টে জয় পেয়েছে ভারত
*২২টি করে জয় এসেছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে
*দক্ষিণ আফ্রিকাকে ১৬টি টেস্টে হারিয়েছে ভারত
*বাংলাদেশের বিরুদ্ধে ১২টি টেস্ট জিতেছে ভারত
*পাকিস্তানের বিরুদ্ধে জয়ের সংখ্যা ৯
*৭টি টেস্টে জয় এসেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে
*আফগানিস্তানের বিরুদ্ধে ১টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া