ওয়েব ডেস্ক: মুম্বই-ভিত্তিক জনপ্রিয় বেকারি চেইন সংস্থা থিওব্রোমা-তে (Theobroma) বড়সড় লগ্নির (Investment) পথে হাঁটছে প্রখ্যাত প্রাইভেট ইক্যুইটি সংস্থা ক্রাইস ক্যাপিটাল (ChrysCapital)। সম্প্রতি ক্রাইস ক্যাপিট্যালের তিনটি প্রাইভেট ইক্যুইটি সংস্থা—ইনফিনিটি পার্টনার্স, অ্যাট্রেইডস ইনভেস্টমেন্টস বি.ভি. এবং আকোয়া ইনভেস্টমেন্টস লিমিটেড—থিওব্রোমার শেয়ার কেনার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে ভারতীয় কম্পিটিশন কমিশন (Competition Commission Of India)-এর কাছে। এই তিন সংস্থার মধ্যে ইনফিনিটি পার্টনার্স ও অ্যাট্রেইডস ইনভেস্টমেন্টস ক্রাইস ক্যাপিটালের সহযোগী সংস্থা। অন্যদিকে আকোয়া ইনভেস্টমেন্টসও এই চুক্তিতে অংশ নেবে।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, থিওব্রোমার ৯০ শতাংশ শেয়ার প্রায় ২,৪১০ কোটি টাকায় কিনতে চলেছে ক্রাইস ক্যাপিটাল। অর্থাৎ এই বেকারি চেইন সংস্থার এক বিশাল অংশীদারিত্ব বদলের একতা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে থিওব্রোমার বড় অংশীদার আইসিআইসিআই ভেঞ্চার। এই সংস্থা থিওব্রোমার প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক। ২০১৭ সালে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল এই বেকারি চেইনে।
তবে আসন্ন এই চুক্তিতে আইসিআইসিআই ভেঞ্চার এবং থিওব্রোমার কর্তাদের কাছে শেয়ার কিনবে ক্রাইস ক্যাপিটাল গোষ্ঠী। যদিও সংস্থার দুই সহ-প্রতিষ্ঠাতা কেইনাজ মেসম্যান হারচান্দরাই ও টিনা মেসম্যান উইকস প্রায় ১০ শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখবেন বলে জানা গিয়েছে। ভারতীয় কম্পিটিটিভ কমিশনে দাখিল করা নথিতে বলা হয়েছে, এই তিন বিনিয়োগকারী সংস্থা যৌথভাবে থিওব্রোমার নির্দিষ্ট কিছু শেয়ার কিনতে চলেছে। যদিও এইসব সংস্থাগুলির মধ্যে সরাসরি কোনও প্রতিযোগিতামূলক সম্পর্ক নেই। শুধু একটি সহযোগী সংস্থা ভারতে লজিস্টিক পরিষেবা দেয়, যা থিওব্রোমার ব্যবসায় কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না।
প্রসঙ্গত, ২০০৪ সালে দুই বোন- কেইনাজ এবং টিনা মেসম্যানের হাত ধরে থিওব্রোমার যাত্রা শুরু হয়। আজ ভারতের ৩০টিরও বেশি শহরে এই ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে। এই সংস্থা নিজস্ব প্যাটিসারি এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে নানা ধরনের বেকারি ও মিষ্টান্ন সামগ্রী পৌঁছে দিচ্ছে। তবে ক্রাইসের সঙ্গে এই চুক্তি হলে আগামী দিনে তাদের ব্যবসা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।