Thursday, January 8, 2026
spot_img
11.5 C
West Bengal

Latest Update

Train Tickets

Train Tickets | এভাবে ট্রেনের টিকিট বুক করলেই বিরাট ছাড়?

Follow us on :

ওয়েব ডেস্ক: রেলযাত্রীদের জন্য বড় সুখবর। রেলওয়ে রেলওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সংরক্ষিত (জেনারেল) টিকিট (Train Tickets) বুকিংয়ে ৩ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ছাড় কার্যকর থাকবে ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত, অর্থাৎ টানা ছ’মাস ধরে যাত্রীরা কম দামে টিকিট কিনতে পারবেন।

রেল সূত্রে জানা গিয়েছে, এই সুবিধা পাবেন সেইসব যাত্রীরা যারা রেলওয়ান অ্যাপ ব্যবহার করে জেনারেল টিকিট বুক করবেন এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থপ্রদান করবেন। নিয়মিত ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য এই ছাড় বিশেষভাবে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

রেলওয়ান অ্যাপে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করলে টিকিট বুকিংয়ের সময় সরাসরি ৩ শতাংশ ছাড় মিলবে। তবে আর-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় প্রযোজ্য হবে না। উল্লেখযোগ্যভাবে, রেলওয়ান অ্যাপের আর-ওয়ালেট ব্যবহার করলে যাত্রীরা আগেই ৩ শতাংশ ক্যাশব্যাক বোনাস পেয়ে থাকেন।

রেলওয়ের লক্ষ্য ডিজিটাল টিকিট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করা, নগদ লেনদেন কমানো এবং যাত্রীদের দ্রুত ও সহজ পরিষেবা দেওয়া। এর ফলে স্টেশনে ভিড় কমবে এবং যাত্রীদের মূল্যবান সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ান অ্যাপ শুধুমাত্র টিকিট বুকিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই অ্যাপে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, ট্রেনের লাইভ লোকেশন, পিএনআর স্ট্যাটাস, কোচ পজিশন, খাবার অর্ডার, অভিযোগ ও পরামর্শ জানানোর সুবিধা এবং পার্সেল ট্র্যাকিংয়ের মতো একাধিক পরিষেবা পাওয়া যায়।

Entertainment