Wednesday, March 12, 2025
spot_img
34.7 C
West Bengal

Latest Update

Russia-Ukraine Ceasefire

Russia-Ukraine Ceasefire | ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন, কী করবে রাশিয়া?

Follow us on :

ওয়েব ডেস্ক: ৩ বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। অবশেষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিরাম টানতে (Ceasefire) রাজি হল ইউক্রেন (Russia-Ukraine Ceasefire)। মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তবে আপাতত ৩০ দিনের জন্য এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। আর ইউক্রেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও (Vladimir Putin) যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেবে, এই আশা করছেন তিনিও।

জানা গিয়েছে, ভারতীয় সময় ভোর রাতে এক যৌথ বিবৃতিতে যুদ্ধ বিরতিতে সম্মতির কথা জানানো হয়েছে ইউক্রেনের তরফে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আবার সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে আপাতত ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির পথে হাঁটছে তারা। পরবর্তীতে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতেও রাজি ইউক্রেন। এদিনের বৈঠকে মার্কিন ও ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু রাশিয়ার কোনও প্রতিনিধি ছিলেন না।

সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠকের আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি লেখেন, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তির চেয়ে আসছে। ‘আমরা সব সময় বলেছি যে, যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া।’

Entertainment