মুম্বই: অভিনেত্রী ক্যাটরিনা কইফ কি অন্তঃসত্ত্বা? যদিও জল্পনায় খোদ জল ঢেলেছেন ক্যাটরিনা। তাও তাঁর অনুরাগীরা নাছোড়বান্দা। ভিকি কৌশল (Vicky Kaushal) এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত। ছবিতে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। প্রচারে গিয়েও তাই ভিকি সেই একই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। কবে ভিকি-ক্যাটরিনার কোলে আসছে সন্তান? অভিনেতা জানিয়েছেন, সময় মতো তিনি ঠিক ‘গুড নিউজ’ দেবেন। আপাতত তিনি ‘ব্যাড নিউজ’ নিয়ে ব্যস্ত।