ওয়েব ডেস্ক: শুক্রবার ঝটিকা সফরে শহরে বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। উপলক্ষ, তাঁর নতুন ছবি ‘ছাবা’র প্রচার। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমায় সাংবাদিকদের মুখোমুখি হলেন ভিকি। শুক্রবার সকাল থেকেই শহরে তাঁর ঠাসা কর্মসূচি। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন অভিনেতা। শুরুতেই ভিকি বলেন, “দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন দেখে আমি আপ্লুত।”
কলকাতায় আসার জন্য তিনি বাংলায় কিছু কথা শিখেছেন। বললেন, “কলকাতায় এসে ভাল লাগছে। এই বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, পরিবার এবং বন্ধুদের নিয়ে আমার ছবি দেখুন।” নিজের চরিত্রের জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। “‘ছাবা’র জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছি। সাত মাসের প্রস্তুতি নিতে হয়েছিল।”
ভিকির সংযোজন, এই ছবির জন্য তাঁকে নিয়মিত পরিচালক এবং চিত্রনাট্যকারের সঙ্গে বসে ছত্রপতি সম্ভাজি মহারাজের সময়কাল সম্পর্কে বুঝতে হয়েছে। প্রতি দিন ৪-৫ ঘণ্টা ধরে পড়াশোনা করতে হয়েছে, এমনই জানালেন অভিনেতা।