ওয়েব ডেস্ক: দুর্ঘটনাগ্রস্ত বিমানে সওয়ার ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী (Vijay Rupani)? লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। শুরু হয়েছে প্রবল জল্পনা। জানা গিয়েছে, বিমান ধরার জন্য বাসেও উঠেছিলেন তিনি। তবে ইতিমধ্যেই বিমান কর্মীদের তালিকা সামনে এসেছে। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, সুমিত সভরওয়াল, অপর্ণা মহাদিক, শ্রদ্ধা ধওয়ন, দীপক পাঠক, ইরফান শেখ, নানথেম সিংসেন, মৈথিলি পাটিল, মণীষা থাপা বিমানে সওয়ার ছিলেন।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অহমদাবাদের টার্মিনাল ২ থেকে ছেড়েছিল। ৯ ঘণ্টা ৪৫ মিনিটের উড়ান শেষে তাঁর নামার কথা ছিল গ্যাটউইকে। লন্ডন থেকে দু’ঘণ্টার সড়ক দূরত্বে এই বিমানবন্দর।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এআই১৭১ বিমানটি বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে।
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন।
দেখুন ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও: