ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদে হঠাৎই শিয়ালের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলার নবগ্রাম থানার সিঙ্গার গ্রামে মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি শেয়াল হঠাৎ গ্রামে ঢুকে পথ চলতি মানুষদের একের পর এক আক্রমণ ও কামড় দিতে শুরু করে।
আচমকা শিয়ালের আক্রমণে গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুবক থেকে মহিলা — কেউই রেহাই পাননি ওই বন্যপ্রাণীর তাণ্ডব থেকে। অনেকেই পালানোর চেষ্টা করলেও, শেয়ালটি একের পর এক কামড় দিতে থাকে। ফলে অন্তত কয়েকজন গ্রামবাসী আহত হন বলে জানা গেছে।
রাতভর আতঙ্কে পুরো গ্রাম জেগে কাটিয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে।
উল্লেখ্য, লোকালয়ে শিয়ালের হামলা নতুন কিছু নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। বন দফতর ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




