Thursday, September 11, 2025
spot_img
34.7 C
West Bengal

Latest Update

SSC

SSC | কাটল না জট, ঘেরাও কর্মসূচি চলবে চাকরিহারাদের

Follow us on :

কলকাতা: আলোচনায় জট কাটল না। এসএসসি (SSC) দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাই কোর্টে যাবেন তাঁরা। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘‘স্কুলে এখন আমরা যাচ্ছি না। এই অবস্থান এবং আন্দোলন চলবে।’’

চাকরিহারা শিক্ষকেরা জানাচ্ছেন, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু তাতে তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ‘মিরর ইমেজ’ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না।

উল্লেখ্য, এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে আগে চাকরিহারা ১০ শিক্ষক আচার্য সদনে ঢুকেছিলেন। এ বার ওই বৈঠকে গিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চার জন করে মোট আট জন প্রতিনিধি। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, আলোচনায় যা-ই বলা হোক না কেন, যোগ্যদের তালিকা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Entertainment