Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Jasprit Bumrah

Jasprit Bumrah | বর্ডার-গাভাস্কর সিরিজে ভারতের প্রাপ্তি নিয়ে বিরাট মন্তব্য বুমরার

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ১০ বছর বর্ডার গাভারসর সিরিজ হারতে হল ভারতীয় টিমকে। কাটাছেঁড়া চলছেই এই সিরিজে হার নিয়। তবে এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি কি, এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মন্তব্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল। ঠিক কি বলেছেন তিনি?

এই প্রশ্নের উত্তরে বুমরা বলেন, ‘‘সিরিজ়ে ভালই লড়াই হয়েছে। রবিবার সকালেও আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজ আমাদের অনেক অভিজ্ঞ করবে। অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এ বার অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। যারা প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলল। এই সিরিজ ওদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে ওদের আরও শক্তিশালী করবে।’’

বুমরাহ সংযোজন, ‘‘এখানে যেগুলো শিখলাম, সেগুলো আগামী দিনে কাজে লাগাতে হবে আমাদের। ক্রিকেট যেমন শেখার, তেমনই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ হল। যোগ্য দল হিসাবে জিতেছে অস্ট্রেলিয়া। ওদের অভিনন্দন।’’

Entertainment