কলকাতা: রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (West Bengal By Election) বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬২.৭১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। এই কেন্দ্রে ভোটদানের হার ৬৭.১২ শতাংশ। এ ছাড়াও রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে।
বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, চার কেন্দ্রেই শাসকদলের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়িয়েছে বলে বিরোধীদের অভিযোগ। শাসকদলের পাল্টা অভিযোগ, বিজেপি রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিভিন্ন বুথে হামলা করেছে। বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। মানিকতলাতেও বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। তিনি ভোট লুঠের প্রতিবাদে ভোট দেবেন না বলে ঘোষণা করেন। পরে অবশ্য দলের নির্দেশে কল্যাণ নিজের বুথে ভোট দিতে যান। সিপিএম রানাঘাট দক্ষিণে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করেছে। তারা ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।