বোলপুর: সোমবার সন্ধ্যায় দিল্লির তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার ভোরে বিমানে পৌঁছন কলকাতায়। সেখান থেকে গাড়ি করে বোলপুর পৌঁছন সকাল ৯টা নাগাদ। অনুব্রতকে স্বাগত জানাতে বর্ধমান ও বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা রাস্তার পাশে ভিড় করে স্লোগান দিতে থাকেন। সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথপোকথনে অনুব্রত জানিয়েছেন, ‘দিদির জন্য আমি আছি। বরাবরই থাকব’।
এদিন গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ‘২ বছর পর বাড়ি ফিরলাম। হাঁটুতে বেদনা, কোমরে বেদনা। শরীর ভালো নেই। দিদি আজ বীরভূমে আসছেন। শরীর সায় দিলে দেখা করব। দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবর থাকব।’