Saturday, March 15, 2025
spot_img
25.9 C
West Bengal

Latest Update

Rakhi Purnima

Rakhi Purnima: আজ রাখি পূর্ণিমা, কখন রাখি বাঁধবেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: আজ অর্থাৎ ১৯ অগাস্ট রাখি বন্ধন উৎসব (Rakhi Purnima)। এবারের রাখি পূর্ণিমা নানান কারণে বিশেষ। কিন্তু কোন সময়ে রাখি বাঁধবেন, কোন সময় শুভ একবার দেখে নেওয়া যাক-

শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৯ অগাস্ট সকাল ৩টে ৫ মিনিট থেকে এবং শেষ হবে রাত ১১টা ৫৬ মিনিটে। তাই ১৯ অগাস্ট রাখি বন্ধন উৎসব পালনই সর্বসম্মত। রাখি বন্ধন উৎসবে ভদ্রাকালের বিচার করা হয়। এ সময় রাখি বাঁধতে নেই।

তাহলে শুভ সময় কখন?

১৯ অগাস্ট দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত

Entertainment