স্পোর্টস ডেস্ক: আগামী ১ ডিসেম্বর থেকে নতুন পদে জয় শাহ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) চেয়ারম্যান এখন তিনি। কিন্তু এখন প্রশ্ন তাহলে বিসিসিআই সচিব কে হবেন?
জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ড সূত্রে খবর, এই সভাতে নতুন সচিবের নাম ঘোষণা হবে না। কারণ, ১ ডিসেম্বের পর্যন্ত সময় রয়েছে শাহের হাতে। তার আগে আলোচনার জন্য সময় পাওয়া যাবে। তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।
তাহলে সিদ্ধান্ত কবে হবে?
এ বিষয়ে কনক্রিট কোনও খবর না পাওয়া গেলেও, অসমর্থিত সূত্রে খবর ২৯ সেপ্টেম্বরের সভার কাজ শাহই চালাবেন। নতুন সচিবের জন্য একটি বিশেষ সাধারণ সভা ডাকা হবে। সেই সভার দিন ঠিক হতে পারে এই সভায়।