ওয়েব ডেস্ক: উত্তুরে হাওয়া অবাধে ঢুকতে শুরু করায় পশ্চিমবঙ্গে শীতের পথে আপাতত কোনও বাধা দেখা যাচ্ছে না (Winter Update)। বঙ্গোপসাগরেও তৈরি হয়নি নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে।
শনিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার তা সামান্য বেড়ে হয় ১৫.২ ডিগ্রি। সোমবার ভোরেও শহরের পারদ নেমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে—যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। অন্যদিকে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত যেতে পারে, যার ফলে সকালে যান চলাচলে অসুবিধা হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি ট্রেন পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলেই আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা মোটের উপর একই থাকবে, দিনের তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে। সর্বত্রই শীতের আমেজ বজায় থাকবে।




