Monday, December 22, 2025
spot_img
24.5 C
West Bengal

Latest Update

Winter Update

Winter Update | আগামী ২ দিন কেমন ঠান্ডা পড়বে?

Follow us on :

কলকাতা: বড়দিনের আগেই শহরে টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ (Winter Update)। উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় কাঁপছে জেলা থেকে কলকাতা। রবিবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলেও পূর্বাভাস।

এত দিন ভোরের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা দ্রুত বেড়ে যাচ্ছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা মিলছিল না। তবে শনিবারের পর থেকে আবহাওয়ার ছবিটা বদলাতে শুরু করেছে। সকালবেলা কুয়াশা, তার সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপটে শনিবার থেকেই দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি কম। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। পাশাপাশি কুয়াশায় ঢেকে যায় কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। কুয়াশা কাটলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের পারদ নামতে পারে। এরপর ধীরে ধীরে আরও ঠান্ডা বাড়বে। বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত ভালভাবেই শীতের আমেজ অনুভূত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রায় খুব বেশি পতনের সম্ভাবনা নেই।

Entertainment