কলকাতা: আবারও প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato) এবং সুইগি (Swiggy)। এক লাফে ২০ শতাংশ চার্জ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই ফুড ডেলিভারি সংস্থা। উল্লেখ্য, আগে এই প্ল্যাটফর্ম চার্জ ছিল ৫ টাকা। তার থেকে বাড়িয়ে প্রতি অর্ডার সেই চার্জ ৬ টাকা করা হবে। এই টাকা বৃদ্ধির শতাংশের নিরিখে ২০ শতাংশ। অবশ্য, শুধুমাত্র দিল্লি এবং বেঙ্গালুরুতেই এই প্ল্যাটফর্মেই গ্রাহকদের থেকে বর্ধিত প্ল্যাটফর্ম ফি নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এর আগে গত এপ্রিল মাসেই জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছিল। আগে গত জানুয়ারি মাসেও এক দফায় প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছিল জোমাটো। রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে জোমাটো তাদের প্ল্যাটফর্ম ফি ৩ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছিল। আর এপ্রিলে তা ২৫ শতাংশ বাড়িয়ে ৫ টাকা করা হয়। এবার তা আরও বাড়িয়ে ৬ টাকা করা হল।