Thursday, January 8, 2026
spot_img
22.8 C
West Bengal

Latest Update

Jharkhand Election

Jharkhand Election | ঝাড়খণ্ডে ৪৩ আসনে ভোট, কে এগিয়ে NDA না INDIA?

Follow us on :

ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডের (Jharkhand Election) মসনদ নিজেদের দখলে রাখতে পারবে না কি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গড়বে? সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৩ নভেম্বর। তার আগে বুধবার বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৮১ আসনে ঝাড়খণ্ডে প্রথম দফায় ৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। বুধবার ভাগ্যপরীক্ষা ৬৮৩ জন প্রার্থীর।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ১৫ হাজার ৩৪৪ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ঝাড়খণ্ডে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিশেষ নজর মাওবাদী উপদ্রব এলাকায়। সেখানে বুথ পাহারা থেকে শুরু করে এলাকায় এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

Entertainment