কলকাতা: ২০২৩ সালের রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুসারে, দুই দেশ অর্থাৎ ভারত এবং চিনের মধ্যে জনসংখ্যার পার্থক্য প্রায় ২০ লক্ষের। ভারতের জনসংখ্যা (Indias Population) ১৪২ কোটি ৮৬ লক্ষ। আর চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ।
কিন্তু রিপোর্ট কী বলছে?
রাষ্ট্রপুঞ্জের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’ নামের রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের সামগ্রিক জনসংখ্যা আগামী ৫০-৬০ বছরে বৃদ্ধি পাবে। তবে চলতি শতাব্দীর শেষে জনসংখ্যা কমবে। তবে জনসংখ্যা কমলেও ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের শেষে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হতে পারে ১৪৫ কোটি। চিনের জনসংখ্যা ১৪১ কোটি। ২০৬০ সালে ভারতের জনসংখ্যা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে পৌঁছতে পারে। জনসংখ্যা হতে পারে ১৭০ কোটি। তবে এই সময়ের মধ্যে চিনের জনসংখ্যা ১২০ কোটির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে।