কলকাতা: মাস খানেকেরও বেশি সময় ধরে রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চলছে। তৃণমূলের দুই বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ অন্য মাত্রা নেয়। সেই ঘটনার জেরা রাজভবন বনাম রাজ্যপাল বিরোধ গিয়ে পৌঁছয় হাই কোর্টে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। এ বার নবান্ন সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল রাজ্যপালের বিরুদ্ধে।
শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। তাদের অভিযোগ, রাজ্যের উন্নতি কল্পে সরকার প্রণীত আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। আর এ কাজ করে তিনি শুধু সংবিধানের বিধানই ভাঙেছেন না, সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন।
শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই আর্জি গ্রহণ হয়েছে বলে সূত্রের খবর।