Saturday, March 15, 2025
spot_img
25.9 C
West Bengal

Latest Update

Anindya Chatterjee & Madhuja Banerjee

অনিন্দ্য-মধুজার বিবাহ বিচ্ছেদ

Follow us on :

ওয়েব ডেস্ক: দাম্পত্যে ব্যবধান স্পষ্ট হয়ে গেল শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং মধুজা বন্দ্যোপাধ্যায়ের (Madhuja Banerjee)। রবিবার সোশাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা জানালেন অনিন্দ্যপত্নী। তবে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বজায় থাকবে, পোস্টে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

মধুজা লিখেছেন, “অনিন্দ্যর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটোদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা। লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।”

মধুজার সংযোজন, সংযোজন, “জানি অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। আর কী আশ্চর্য- প্রায় ভাঙ্গার বেলায় আজ ‘রোববারের’ পাতায় ওর লেখা আর আমার আঁকা বেরলো। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে- বন্ধুত্বের হয়তো না। তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন- আমি সম্মানিত! আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!” “মিলনমালার আজ বাঁধন তো টুটবে/ ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে/ উধাও মনের আহা/ উধাও মনের পাখা মেলবি আয়…”, গানের লাইন ধার নিয়েই পোস্ট শেষ করেছেন শিল্পী মধুজা বন্দ্যোপাধ্যায়।

Entertainment