Sunday, March 23, 2025
spot_img
23.3 C
West Bengal

Latest Update

RG Kar Hospital Incident

RG Kar কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, শুনানি কবে?

Follow us on :

কলকাতা: আরজি কর (RG Kar) কাণ্ডে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

সূত্রের খবর, আরজি করের পুরো বিষয়টির উপর নজর রাখতেই সরাসরি মামলা হাতে নিয়েছে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই ঘটনায় তদন্তের গতিপ্রকৃতি, হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে শীর্ষ আদালত।এ ছাড়া কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত।

আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট ২ ঘন্টা অন্তর, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Entertainment