Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

India vs New Zealand

India vs New Zealand | নিউজিল্যান্ডের কাছে সিরিজ হের কী বললেন রোহিত শর্মা?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। এমন জায়গায় এসে যখন এই সিরিজের উপর ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নির্ভর করছে। কিন্তু এই হারকে বিশেষ পাত্তা দিতে নারাজ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বেশি কাটাছেঁড়া করতে চাইছেন না ভারত অধিনায়ক। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) হার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে খেলতে নামতে চান তিনি।

ম্যাচ শেষে কী কী জানালেন রোহিত শর্মা? একনজরে দেখে নেওয়া যাক-

“ব্যাটারদের রান করতে হবে। ম্যাচ জিততে হলে সেটা খুব জরুরি। আমরা কিছু কিছু পরিস্থিতিতে খারাপ খেলেছি। ব্যাটারেরা জানত তাদের কী করতে হবে, কী ভাবে খেলতে হবে। কিন্তু তারা সেটা করতে পারেনি। নিউজিল্যান্ডের ব্যাটারেরা পেরেছে। তাই ওরা জিতেছে।”

“যখন আমরা জিতি তখন সেই কৃতিত্ব গোটা দলের। তা হলে হারলে তার দায় সকলকেই নিতে হবে। তবে আমি বেশি ভাবছি না। দুটো মাত্র টেস্ট হেরেছি। এত কাটাছেঁড়ার কী আছে। ১২ বছর পর একটা সিরিজ তো হারতেই পারি। গত তিন-চার বছরের কথাই ধরুন। এই ব্যাটারেরাই কঠিন পিচে ভাল ব্যাট করেছে। দলকে জিতিয়েছে।”

“আমরা ভাল ক্রিকেট খেলেছি বলেই আমাদের উপর সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে। এখন সকলে ভাবে আমরা নামলেই জিতব। কিন্তু বাকি দলগুলোও তো আমাদের দেখছে। ওরা দেখছে যে আমরা কী ভাবে খেলছি। আমরা কেন এত সফল? সেই অনুযায়ী ওরাও পরিকল্পনা তৈরি করছে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কয়েকটা দিন খারাপ হতেই পারে। যদি আমরা টানা হারতাম তা হলে ভয়ের ব্যাপার হত। তা তো হয়নি। আমরা দেশের মাটিতে দাপট দেখিয়েছি। তাই এই দুই হারে এত ভাবার কিছু নেই।”

“ক্রিকেটে সকলে নিজের শক্তির উপর বেশি বিশ্বাস করে। দুর্বলতার কথা কম ভাবে। শক্তি অনুযায়ী খেললেই সাফল্য আসে। আমরাও সেটাই করেছি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। হ্যাঁ, হতে পারে এই সিরিজ়ে আমাদের পরিকল্পনা কাজে আসেনি। নিউজিল্যান্ড আমাদের থেকে এগিয়ে থেকেছে। তাই বলে তো আর একটা গোটা সিস্টেম বদলে ফেলব না। আমাদের খেলার ধরন একই থাকবে। এই দুই টেস্টে কোথায় কোথায় ভুল করেছি তা শুধরে পরের টেস্টে নামব।”

“এই টেস্টে পেসারদের কিছু করার ছিল না। নিউজিল্যান্ডও তিন স্পিনার খেলিয়েছে। আমরাও। ওয়াশিংটন সুন্দর যে ভাবে বল করেছে তার জন্য আমি গর্বিত। সব রকম পরিস্থিতির কথা ভেবে আমাদের দল তৈরি করতে হয়। ভারতের মাটিতে আমরা ভালই খেলি। আগের সিরিজেও সেটা দেখা গিয়েছে। এই সিরিজ়ে পারিনি। তবে দুটো টেস্ট হেরে যাওয়ায় বেশি ভাবার কিছু নেই।”

“হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা আমাদের জন্য একটু কঠিন হল। কিন্তু এখনও সে সব অনেক দূর। এই দুই টেস্টে কোথায় কোথায় ভুল হল তা নিয়ে একটা আলোচনা করব। পরের টেস্ট জেতার জন্য নামব।”

Entertainment