Wednesday, June 18, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Lionel Messi

Lionel Messi | মেসির মাসিক বেতন কত? জানলে বিস্মিত হবেন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আমেরিকার মেজর লিগ সকারে ২২টি দলের ফুটবলারেরা যা বেতন পান, লিওনেল মেসি (Lionel Messi) একাই পান তার থেকে বেশি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির কাছ থেকে মাসে ১০০ কোটি ৯২ লক্ষ টাকা বেতন পান মেসি। তা ছাড়া ভাতা বাবদ ১৭১ কোটি ৯৬ লক্ষ টাকা পান তিনি। অর্থাৎ, সব মিলিয়ে মাসে ২৭৩ কোটি টাকা পান মেসি।

ফুটবলারদের মাসিক বেতনের জন্য মায়ামিকে মোট ৩৫০ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করতে হয়। মেসি ছাড়া বাকি সকল ফুটবলারের জন্য তাদের খরচ হয় ৭৭ কোটি টাকা।
এই ২৭৩ কোটি টাকা পুরোটাই বেতন বাবদ পাওয়া টাকা। এর মধ্যে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত টাকা ও পারফরম্যান্স বোনাসের উল্লেখ নেই। সেই টাকা যোগ করলে মেসির বেতন আরও বেশি হওয়ার কথা।

Entertainment