ওয়েব ডেস্ক: ভারতের সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে। এ বার সেই ঘুষ-কাণ্ডে মুখ খুলল আদানি গোষ্ঠী। আমেরিকার বিচারবিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে আদানি গোষ্ঠী।
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে সংস্থাটি জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির ডিরেক্টরের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার বিচারবিভাগই জানিয়েছে যত ক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হচ্ছে, তত ক্ষণ তাঁদের নির্দোষ বলে গণ্য করা হবে। বিষয়টি নিয়ে সংস্থার পক্ষ থেকে সমস্ত রকমের আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠী সব সময় আইন মেনেই চলেছে। স্বচ্ছতাই সংস্থার মূল মন্ত্র বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
Know more: https://t.co/uNYlCaBbtk pic.twitter.com/fQ4wdJNa9d
— Adani Group (@AdaniOnline) November 21, 2024