স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আর পরশু অর্থাৎ রবিবার হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। আর সেই ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হওয়া উচিত? সেই নিয়ে নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এবিষয়ে আজ অর্থাৎ শুক্রবার এক অনুষ্ঠানে সৌরভকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘সাদা বলের ক্রিকেটে এখন ভারত ভীষণ শক্তিশালী দল। ভারতের প্রতিভার অভাব নেই। বাংলাদেশের বিরুদ্ধে খানিকটা বোঝা গিয়েছে। এই দলটা সত্যিই দারুণ। পাকিস্তানের বিরুদ্ধেও না জেতার কারণ নেই। ভারতের এই দলকে হারাতে হলে পাকিস্তানকে দারুণ কিছু করতে হবে।’’
সৌরভের আরও সংযোজন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই দলের অনেকেই ছিল না। তাও ৪-১ ব্যবধানে জিতেছে। এক দিনের সিরিজ়ে ৩-০ ব্যবধানে জিতেছে। ভারতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। এটা আমাদের পরিকাঠামোর সুফল।’’ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন সৌরভ। বাংলাদেশের বিরুদ্ধে ১১জনকে নিয়েই রবিবার খেলা উচিত বলে তাঁর মত। তিনি বলেছেন, ‘‘দুবাইয়ের পিচে ব্যাট করা সহজ নয়। স্পিনারেরা সুবিধা পাবে। অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা দেখছি না। তিন জন স্পিনার থাকবেই দলে। কারণ পাকিস্তানের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে খুব ভাল নয়। হার্দিক থাকবে তৃতীয় পেসার হিসাবে। জেতা দলে পরিবর্তনের প্রয়োজন নেই।’’