Friday, March 21, 2025
spot_img
24.3 C
West Bengal

Latest Update

Chhaava

Chhaava | Narendra Modi | ‘ছাবা’ নিয়ে আবেগে ভাসলেন মোদি?

Follow us on :

ওয়েব ডেস্ক: মরাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ছাবা’ (Chhaava)। সম্ভাজির চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। সম্ভাজির স্ত্রী অর্থাৎ মহারানি যেশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খন্নাকে দেখা গিয়েছে ঔরঙ্গজেবের ভূমিকায়।

শিবাজি সবন্তের মরাঠি উপন্যাস ‘ছাওয়া’ অবলম্বনে নির্মিত এই ছবিতে মোগল বাহিনী কী ভাবে সম্ভাজির উপর অত্যাচার করেছিল, তার বিবরণ তুলে ধরা হয়েছে। ছবিতে দাবি করা হয়েছে, সম্ভাজিকে সমস্ত দুর্গ এবং ধনসম্পদ সমর্পণ করে অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছিলেন ঔরঙ্গজ়েব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ, তাঁকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড।

এই ছবি দেখে অশ্রুবিহ্ববল হয়ে বেরোচ্ছেন দর্শকেরা। আর এই ছবি নিয়েই দিল্লির একটি অনুষ্ঠানে নেরন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন, “মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্রই মরাঠি ও হিন্দি ছবিকে সমৃদ্ধ করেছে। আর আজকাল তো সারা দেশে ‘ছাওয়া’ আলোড়ন তুলেছে। শিবাজি সবন্তের মরাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের সাহসী দিক তুলে ধরা হয়েছিল।”

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। শুক্রবার পর্যন্ত এই ছবি বক্স অফিসে ২১৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।

Entertainment